দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রধানমন্ত্রীর মোনাজাত
প্রকাশিত : ১৩:১১, ২৩ মে ২০১৭ | আপডেট: ১৫:৩৫, ২৩ মে ২০১৭

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে সোমবার রাতে জেদ্দা থেকে মক্কায় পৌঁছান প্রধানমন্ত্রী। ওমরাহ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গোলাম মসীহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহিদুল হক, প্রেস সচিব ইহসানুল করিমসহ অন্যান্য সফর সঙ্গীগণ। মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন